স্কয়ার হাসপাতাল থেকে: আগের চেয়ে অনেক উন্নতি হলেও বারবার পরিবারের সদস্যদের ভুলে যাচ্ছে নার্গিস।
ডাকলে চোখ মেলে তাকায়, কখনও কখনও কাঁদে।
এ নিয়ে উৎকণ্ঠা কাটছে না নার্গিসের পরিবারের সদস্যদের। নার্গিসের বাবা মাশুক মিয়া বলেন, মাঝে মাঝে সবাইকে চিনতে পারছে- আমাকে ‘বাবা’ ডাকছে। আবার মাঝে মাঝে কাউকে চিনতে পারছে না। একা একা কী সব বলে, সেগুলো বোঝাও যায় না!
‘শনিবার (২৯ অক্টোবর) সকালেও ওর মাকে আন্টি সম্বোধন করে। বুঝতে পারছি না মেয়ের অবস্থা কোনো দিকে যাচ্ছে, আল্লাহ-ই ভালো জানেন’।
রাজধানীর স্কয়ার হাসপাতালে বাংলানিউজের সঙ্গে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে আলাপকালে এভাবেই উৎকণ্ঠা জানালেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (ডিগ্রি) ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাবা মাশুক মিয়া।
তিনি আরও বলেন, শনিবার সকালে চিকিৎসক জানিয়েছেন, তিন সপ্তাহ পরে নার্গিসের বাম হাত ও মাথার ডান পাশে অস্ত্রোপচার করা হবে। নার্গিসের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। তবে সুস্থতা সময়ের বিষয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরএটি/এটি
** নার্গিসের মাথায়, হাতে অস্ত্রোপচার করা হবে