কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-কুমারখালীর কালাম (৪৭), আবু তাহের সর্দার (৪০), বাবু মণ্ডল (২৮), বানু শেখ (৪০), জালাল শেখ (৩৫), আব্দুল মজিদ (৩৫), আলাউদ্দীন (৬০), সাইদুল (৩২), কিতাব (৫০), রুস্তম আলী (৩০), বিল্লাল হোসেন (৩২) ও আমজাদ আলী (৪২)।
নির্বাহী ম্যজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে বাংলানিউজকে জানান, প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আটক করার পর ওই জেলেদের কাছ থেকে প্রায় ২০ কেজি মা ইলিশ মাছ ও প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। মাছগুলো পরে স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/এসআই