নেত্রকোনা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে অজহর রোড কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়।
এর আগে কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
এ সময় জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাধারণ সম্পাদক নিলম বিশ্বাস রাতুল, প্রচার সম্পাদক সঞ্জয় সরকার হীরাসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা উদীচীর প্রচার সম্পাদক হীরা বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় কার্যালয়ে আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি