রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার বামনদীঘি বাজারে মা ইলিশ বিক্রির দায়ে শামসুল হক নামে এক জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জেলেকে জরিমানা করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ বাংলানিউজকে বলেন, বামনদীঘি বাজার থেকে শামসুলকে ৬০ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল খালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই জেলেকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দ হওয়া ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলেও জানান ইউএনও।
এদিকে, পদ্মায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি সদস্যরা। জব্দ করা হয়েছে বেশ কিছু মা ইলিশও। তবে এই ঘটনায় কাউকে জরিমানা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসএস/জিপি/আইএ