ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
মৌলভীবাজারে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘প্রাক্তন ছাত্র মিলনমেলা’র আয়োজনে মেধাবী ও অসচ্ছল ছাত্রদের বৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রাক্তন ছাত্র সৈয়দ মশাহিদ আহমদের পরিচালনায় ও সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বশির উদ্দিন আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, প্রাক্তন ছাত্র মিলনমেলার আহ্বায়ক সৈয়দ আব্দুল মোতালিব (রঞ্জু)।

অনুষ্ঠানে ৯ জন ছাত্রকে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।