ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জুরাইনে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জুরাইনে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ঢাকা: রাজধানীর জুরাইনের কবরস্থান এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন হতভাগ্য বাবা মোহর আলী (৬০)।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ওই এলাকার নোয়াখালী পট্টির শিশু কবরস্থান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, জুরাইন মেডিকেল রোডের শিশু কবরস্থান সংলগ্ন ৩৩৩/৩ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। তাদের ছেলে সুমন মিয়া (২৮) মাদকাসক্ত।  

‘শনিবার হঠাৎ কুপিয়ে তার বাবাকে জখম করে সুমন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মোহর আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।