ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাহাঙ্গীরনগর জেলা করার দাবিতে মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জাহাঙ্গীরনগর জেলা করার দাবিতে মতবিনিময়

সাভার(ঢাকা): সাভারে ঢাকা জেলাকে ভাগ করে সাভার, ধামরাই ও সিংগাইর উপজেলা নিয়ে জাহাঙ্গীরনগর জেলা করার দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের আমিন কমিউনিটি সেন্টারে জাহাঙ্গীরনগর জেলা (প্রস্তাবিত) বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন প্রশাসন, বিচার, শিক্ষা চাকরি ডিসি এসপি কোর্টকাচারিসহ সকল বিভাগীয় কার্যালয় কর্মকাণ্ড মহানগরের সাথে একীভূত। শহর কেন্দ্রিক অবস্থানের কারণে সাভার, ধামরাই ও সিংগাইর উপজেলার লোকজন নানাভাবে হয়রানির স্বীকার হচ্ছে। এই হয়রানি থেকে মুক্তি পেতে জাহাঙ্গীরনগর জেলা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।