ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরোজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ফিরোজ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার সাইজদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ এলাকাসহ আশ-পাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন ফিরোজ।

খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসসহ তাকে আটক করা হয়।

পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি দোষ স্বীকার করায় বিচারক এ সাজার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরবি/   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।