ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডেসটিনি চেয়ারম্যানের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ডেসটিনি চেয়ারম্যানের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপর: ডেসটিনি চেয়ারম্যানের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টেবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন ডেসটিনির নেতারা।

এসময় বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক জেলা আহ্বায়ক ফখরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মণি, মাহবুবার রহমান, জাহানারা খাতুন জেলি ও নূর আমিন।

সমাবেশে বক্তরা বলেন, সাড়ে চার বছর ধরে ডেসটিনির চেয়ারম্যান কারাগারে থাকায় এবং ব্যাংক হিসাব বন্ধ ও কার্যক্রম সচল না থাকায় রংপুর বিভাগের আট লাখ ক্রেতা পরিবেশকের পরিবার কর্মসংস্থান হারিয়ে চরম দুর্দশায়।  

এসময় তারা কার্যক্রম সচল করে কর্মসংস্থানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬

এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।