ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
শ্রীনগরে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জর শ্রীনগর উপজেলা ও কলেজ ছাত্রলীগের আলাচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।

সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রীনগর উপজলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহম্মেদ ভূঁইয়া, শ্রীনগর যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, স্বেছাসেবকলীগের নেতা জহিরুল ইসলাম নিশাত সিকদার।

এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীনগরের সব ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।