মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় সাধারণ শিক্ষার্থী ও আদিবাসীদের মধ্যে ভ্যানগাড়ি, গভীর নলকূপ, স্যানেটারি ল্যাট্রিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মো. ইমরান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
এসময় সদর উপজেলার আধিবাসীদের ১২ জনকে ভ্যানগাড়ি, ছয়জনকে গভীর নলকূপ, ১০ জনকে স্যানেটারি ল্যাট্রিন ও আধিবাসী ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়াও, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪৭০০ টাকা করে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি/পিসি