নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছেন। প্রান্তিক শ্রেণির মানুষ আজ ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
পলক বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে একটি করে অনলাইন স্কুল গড়ে তোলা হচ্ছে। তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সুফল আজ সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে গেছে। অনলাইনের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
এসময় প্রতিমন্ত্রী এলাকায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান।
সেখানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, লালোর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।
বজ্রপাতে ও পানিতে ডুবে নিহতদের পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে একটি অনুদানের চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি/পিসি