মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় মানিকগঞ্জ ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (এমডিপিওডি) উদ্যোগে প্রতিবন্ধিতা প্রতিরোধে বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দিঘী ইউনিয়নের কয়রা গ্রামে এ সভার আয়োজন করা হয়।
এমডিপিওডি’র সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিন মোল্লা, এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, স্থানীয় সাংবাদিক আব্দুল মোমিন, স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য সালমা ইসলাম, স্থানীয় সামাজিক সংগঠন কয়রা যুব সংঘের সভাপতি আজাদ মিয়া ও অভিভাবক সবুর খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/পিসি