ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় ২ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সাটু‌রিয়ায় ২ ডাকাত আটক

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগঞ্জের সাটু‌রিয়ায় ডাকা‌তির ঘটনায় জ‌ড়িত অ‌ভিযোগে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার মালশী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মালশী গ্রামের বাসিন্দা শামছুল হক (৫২) ও বহর আলীর ছেলে কোরবান আলী (৩১)।
 
সাটু‌রিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলা‌নিউজকে জানান, আটক দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কইজু‌রি গ্রামে ছয় কৃষকের বা‌ড়িতে ডাকা‌তির ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাকাতদের মার‌ধরে আহত হ‌ন পাঁচজন। তাদের মধ্যে দুইজনকে সাটু‌রিয়া হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়।

এসময় ডাকাতরা তাদের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।