সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার মালশী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মালশী গ্রামের বাসিন্দা শামছুল হক (৫২) ও বহর আলীর ছেলে কোরবান আলী (৩১)।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলানিউজকে জানান, আটক দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কইজুরি গ্রামে ছয় কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাকাতদের মারধরে আহত হন পাঁচজন। তাদের মধ্যে দুইজনকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় ডাকাতরা তাদের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/পিসি