ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের বিরাজমান ভূমি সমস্যা সমাধানে গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন রাঙামাটিতে দ্বিতীয়বারের মতো বৈঠকে মিলিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাঙামাটি সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন-২০১৬ গেজেট আকারে প্রকাশ হওয়া পরবর্তী সময়ে জাতীয় সংসদে আইনটি পাস হওয়ার পর কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা রাঙামাটিতে রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয়বারের মতো বৈঠকে মিলিত হয়েছেন।  

কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ার উল হকের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা রোয়াজা, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, বোমাং সার্কেল চিফ উচা প্রু চৌধুরী, মং সার্কেল চিফ সা চ প্রু চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মামুনুর রশিদ আমিন, ভূমি কমিশনের সচিব রেজাউল করিম, রেজিস্ট্রার শোয়েব খান প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে জানায়, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আজকের বৈঠকের মাধ্যমে কমিশনের পরবর্তী কার্যক্রম পরিচালনায় করণীয় এবং কমিশনের গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনগুলো নিয়ে পর্যালোচনা, এবং এই সংক্রান্ত আবেদনের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে বৈঠকে আলোচনা হবে ।

এদিকে, পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবিতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে আজ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে পার্বত্য অঞ্চলের পাঁচটি বাঙালি সংগঠন। শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।