ঢাকা: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) সকাল ছ’টায় শেষ হওয়া এ অভিযান শুরু হয়েছিল শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছ’টায়।
অভিযানের বিষয়ে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বাংলানিউজকে বলেন, ৪৮ ঘণ্টার অভিযানে চার হাজার ২৩৪ পিছ ইয়াবা, ৭৬ গ্রাম হেরোইন, দেড় কেজি গাঁজা, ৫০ পিছ ইনজেকশন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসটি/জেডএস