ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রাসেল গয়েশপুর গ্রামের তোবারক মোল্লার ছেলে।

আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গয়েশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের বখাটে রাসেল।

খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় রাসেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।