ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে টাংগুয়ার হাওর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সুনামগঞ্জে টাংগুয়ার হাওর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে টাংগুয়ার হাওর ব্যবস্থাপনা অংশীজনের মতামত-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম।

এ সময় টাংগুয়ার হাওর সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও সুনামগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক জাফর সিদ্দিক ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
মতবিনিময় সভায় অতিথিদের বক্তব্যের আগে টাংগুয়ার হাওর যে পর্যটনের জন্য নয়, এখানে পর্যটন গড়ে তুললে হাওরের জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। সেই সব যুক্তি তুলে ধরেন সাবেক জেলা প্রশাসক জাফর সিদ্দিক।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পর্যটন জাদুকাটা নদীর তীরে বারেক টিলা পর্যন্ত সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন তিনি। কেউ যদি টাংগুয়ার হওরের ভেতরে যেতে চায় তাহলে তাকে অনুমতি নিয়ে পরিবেশের যেন ক্ষতি না সেই ব্যবস্থা করে তবেই যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।