গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রলি খাদে পড়ে মুন্না মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না মিয়া ওই গ্রামের নওশা আলমের ছেলে। সে স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে ঘোলদহ থেকে বালু বোঝাই একটি ট্রলি (পাওয়ার টিলার) সৈয়দপুরে আসছিল। এসময় শিশুটি দৌড়ে ট্রলির ওপরে ওঠে। পরে ট্রলিটি সৈয়দপুর এলাকার ব্রিজের ওপরে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ট্রলি ও ব্রিজের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআই