ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারস্থ ঢাকা ব্যাংকের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (৩০ অক্টোবর) বেলা ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি বলেন, ভবনের বেজমেন্টে থেকে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএস/আরএইচএস