ঢাকা: রাজধানীর ভাটারা এলাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে- এমন অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
ওসিসি সমন্বয়ক বিলকিস বেগম রোববার (৩০ অক্টোবর) বাংলানিউজকে জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিছু সীমাবদ্ধতা থাকায় এখনই পরীক্ষা করা যাচ্ছে না, প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
ধর্ষণের শিকার ওই শিশুটির পরিবার ভাটারা এলাকায় বসবাস করে। পাঁচ ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়।
স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বাসার সামনের মুদি দোকান থেকে ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ খন্দকারের ভাই রাশেদুল ইসলাম (৩৮) শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার দিনগত মধ্যরাতে শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
স্বজনরা আরও অভিযোগ করেন, কয়েক বছর আগেও রাশেদুল তাদের ডেকোরেটরে ভাঙচুর চালায়।
এদিকে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে শহীদ খন্দকারের ব্যবস্থাপক জয়েন উদ্দিন দফায় দফায় মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন- অভিযোগ পরিবারের সদস্যদের। এদিন সকালে হাসপাতালেও আসেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে জয়েন উদ্দিন বলেন, ‘আমি এমনি এসেছি, শিশুটির খোঁজ-খবর নিতে’।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন জানান, রাশেদুলকে আটক করতে শনিবার (২৯ অক্টোবর) রাত থেকেই অভিযান শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএস/এটি