রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে গাছ থেকে পড়ে সেলিম রেজা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল প্রাধ্যক্ষের বাসভবন সংলগ্ন একটি গাছ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত সেলিম রেজা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার আবদুল জলিলের ছেলে।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, গাছে উঠে শুকনো ডালপালা ভাঙছিলেন ওই যুবক। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসএস/জেডএস