ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্যাজিস্ট্রেট রোকসানা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মোসলেম শেখ (৩৫), মো. কুদ্দুস শেখ (৩০), আরসাদ শিকদার (৪৩), মো. রুবেল (৩০), হাছান মিয়া (২৮), আক্তার শেখ (৪৩), নুরুজ্জামান (৪০), খোকন হাওলাদার (৪২), রাজ্জাক বেপারি (৫০), শাহজাহান শেখ (৪৮), মুক্তার হোসেন (৪৫) ও লিটন চৌকিদার (৪৫)।
আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে অভিযানে পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে ইলিশ ধরার অপরাধে অসাধু জেলেদের আটক করা হয়।
অভিযানে ২৫ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইলিশগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দ হওয়া জাল পোড়ানো হয়।
অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জিপি/জেডএস