ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাদকসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ময়মনসিংহে মাদকসহ নারী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে আইরিন (৩০) নামে এক নারীকে মাদকসহ আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) সদস্যরা।

রোববার (৩০ অক্টোবর) সকালে ময়মনসিংহ র‌্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৯ অক্টোবর) রাতে নগরীর রেল স্টেশন রোডে বাংলাদেশ ফুটওয়্যারের ফুটগার্ড সুজ নামে দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, নগদ তিন হাজার টাকা এবং ২শ ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম আরার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএএএম/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।