ফেনী: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকসহ ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদাউস সোনিয়ার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোনিয়ার মৃত্যুতে হাসপাতালে দায়িত্বরতদের শাস্তির দাবিতে রোববার (৩০ অক্টোবর) সকালে কলেজ গেটে মানববন্ধন করেন তারা।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবু নাসের ভূঁইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান কামরুন নাহান, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী বিভাগীয় প্রধান শামিমা আক্তার, সোনিয়ার স্বামী আবদুল মতিন, মা শারমিন আক্তারসহ কলেজের কয়েকশ শিক্ষার্থী।
গত ২৬ অক্টোবর রাতে প্রসূতি সোনিয়াকে ফেনী মডার্ন সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক না থাকায় সোনিয়াকে অন্য হাসপাতালে নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ নানাভাবে সময়ক্ষেপণ করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়।
সেখানে তিন ঘণ্টা রাখার পর কর্তৃপক্ষ জানায় সোনিয়া মৃত সন্তান প্রসব করেছেন। কিছুক্ষণ পর জানানো হয় অতিরিক্ত রক্তক্ষরণে সোনিয়ার মৃত্যু হয়েছে।
রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসক না থাকলেও নার্স দিয়ে অপারেশনের চেষ্টা করায় নবজাতক ও মায়ের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর