ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ভটভটিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
মুন্সীগঞ্জে ভটভটিচাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত) চাপায় নাজমুল হোসেন (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামজুল মুক্তারপুর গোসাইরবাগ এলাকার কবির হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি ভটভটি নামজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।