পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলে রামিমকে (৫) হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন মা রুবিনা খাতুন (৩০)। রোববার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, ভেড়ামারা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও ছেলে সবার অজান্তে দুপুরে বিষপান করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে এখন আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএ