পাবনা: পাবনায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় কলেজের এসএম হল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার।
এ টুর্নামেন্টে চারটি গ্রুপে ১৭টি দল অংশ নিয়েছে। প্রথমদিনের খেলায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে ইংরেজি বিভাগ।
টুর্নামেন্টে ১৬টি দল বিভিন্ন রঙের জার্সি পরে মাঠে খেলবেন। প্রতিদিন চারটি করে দলের দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম সৌকত আলী খানসহ সব বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/পিসি