ফেনী: ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের স্মরণিকা ‘সমীকরণ’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকালে গণিত বিভাগ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিভাগীয় প্রধান শিব প্রসাদ দাসগুপ্ত। সমীকরণের সম্পাদক বিভাগের প্রভাষক মো. আফতাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু নসর ভূঞাঁ, শিক্ষক পরিষদ সম্পাদক নুরুল আজিম ভূঞাঁ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/পিসি