গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর দোপাচালা এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যান চালক আব্দুল কাদেরের (৪৫) মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে একটি গার্মেন্টেসের কাভার্ডভ্যান কালিয়াকৈরের দোপাচালা এলাকার রেলক্রসিং পার হচ্ছিল।
এসময় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ওই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালক আব্দুল কাদের নিহত এবং হেলপার মাজেদুল ইসলাম আহত হন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএস/এএটি/এসএনএস