চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলাইয়ের খেত থেকে আতারুল ইসলাম ভাদু (৪৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পথে রওনা হয়েও বাড়ি ফেরেননি আতারুল ইসলাম।
রোববার সকালে একটি কলাইয়ের খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে শিবগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলেও জানান স্থানীয়রা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিএসকে/আরএ