বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের জেএসসি পরীক্ষায় এক লাখ ১৭ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেবে।
এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ১৫ হাজার ১৫২ জন, অনিয়মিত পরীক্ষার্থী দুই হাজার ১৪১ ও মানোন্নয়ন ১৬৩ জন।
এক হাজার ৬৮৪টি বিদ্যালয়ের এসব পরীক্ষার্থীরা বোর্ডের আওতায় থাকা ১৬২টি কেন্দ্রে ১ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর।
মোট পরীক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৭৪২ জন ছাত্র ও ৬১ হাজার ৭৩২ জন ছাত্রী। সবেচেয়ে বেশি পরীক্ষার্থী বরিশালে ৩৮ হাজার ৭৫২ জন এবং সবচেয়ে কম ঝালকাঠিতে ১০ হাজার ৬৪৫ জন।
এছাড়া পিরোজপুরে ১৫ হাজার ৪৮৮ জন, পটুয়াখালীতে ২০ হাজার ৮৬৫ জন, বরগুনায় ১৩ হাজার ৪০২ জন, ভোলায় ১৮ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএস/এনটি