ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বর্জ্যকে সম্পদে রূপান্তর বিষয়ে সিদ্ধান্ত থ্রিআর ফোরামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বর্জ্যকে সম্পদে রূপান্তর বিষয়ে সিদ্ধান্ত থ্রিআর ফোরামে

ঢাকা: অস্ট্রেলিয়ার এডিলেইডে অনুষ্ঠেয় সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরামে শিল্প-কারখানার বর্জ্যকে সম্পদে রূপান্তর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, ওই ফোরামে কল-কারখানায় বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এ ফোরামে যোগ দিতে রোববার (৩০ অক্টোবর) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামে শিল্পমন্ত্রী পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে বাংলাদেশ সরকারের উদ্যোগগুলো তুলে ধরবেন।

একই সঙ্গে বাংলাদেশের শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন, সবুজ প্রযুক্তির প্রয়োগ এবং নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রচেষ্টা ও সফলতাও তুলে ধরবেন শিল্পমন্ত্রী আমু।

এসডিজি’র লক্ষ্যমাত্রা পূরণের বিষয়েও আলোচনা হবে ওই ফেরামে।

২-৪ নভেম্বর এডেলেইড কনভেনশন সেন্টারে এ ফোরামের আয়োজন করেছে অস্ট্রেলিয়া ও জাপান সরকার।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।