ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
শার্শায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার যাদবপুর ঘোষপাড়া থেকে ওয়ান শ্যুটারগান ও গুলিসহ আয়াত আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আয়াত আলী একই এলাকার মৃত মালেক মোড়লের ছেলে।

পুলিশ জানায়, আয়াত আলী নাশকতার উদ্দেশে অস্ত্র নিয়ে যাদবপুরে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক আয়াত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার (৩০ অক্টোবর) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।