ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপনের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুবলীগ।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর ইসলাম বকুল, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বপন চেয়ারম্যানের ওপর হামলাকারীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার হবে। অন্যথায় সড়ক বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি