ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে ঢাবিতে উল্লাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে ঢাবিতে উল্লাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পাওয়ায় উল্লাস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে মিরাজের বলে শেষ উইকেটের পতনের পর প্রতিটি হলের টিভি কক্ষ থেকে মিছিল বের করেন ঢাবির উল্লসিত শিক্ষার্থীরা।

বাংলাদেশের ক্রিকেটের প্রতিটি ঐতিহাসিক জয়ের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন তারা। আজকেও এর ব্যতয় ঘটেনি।
‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ ধ্বনিতে রাজু ভাস্কর্যের আশপাশ মাতিয়ে তুলেন শিক্ষার্থীরা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্রীড়াপ্রেমীরাও। সবার পরনেই ছিলো বাংলাদেশের জার্সি। হাতে ছিলো লাল-সবুজের  পতাকা। অনেকে ‘ভি’ চিহ্ন দেখিয়ে স্মার্টফোনে সেলফিও তুলেছেন কেউ কেউ।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র জোবায়ের হোসেন আরমান বাংলানিউজকে বলেন, বাংলাদেশের এমন জয়ে অনুভূতি প্রকাশ করার ভাষা জানা নেই।

‘আমরা শেষ কয়েকটা ম্যাচে জিততে জিততেও হেরে গেছি। খুব খারাপ লেগেছিলো তখন। চট্টগ্রাম টেস্টে আমরা মাত্র ২২ রানে হেরে গেছি। ’

তার সঙ্গে যোগ করে রফিকুল আলম বলেন, দেশের এ  জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে ক্রিকেটের সব ফরম্যাটে তারা সক্ষম।

রোববার মিরপুর শেরে-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০৮ রানে ক্রিকেটের পিতৃভূমি ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকেবি/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।