ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের পরিস্থিতি এখন শান্ত। সার্বিক পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
নাসিরনগর উপজেলা সদরে তিন প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ মোতায়েন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার মাশরুর উল্লাহ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রোববার (৩০ অক্টোবর) সকালে নাসিরনগর সদরের কিছু বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালায়।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
এছাড়া ওই পোস্টটিকে কেন্দ্র করে যারা লুটপাট ও ভাঙচুরের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআই