ঢাকা: টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ড দলকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।
স্পিকার বলেন, ইংল্যান্ড দল আন্তর্জাতিক অঙ্গনে বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয় বাংলাদেশের জন্য এক অনন্য প্রাপ্তি।
‘এ জয়ে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ’
ভবিষ্যতেও পেশাদারিত্ব দিয়ে খেলোয়াড়রা বাংলাদেশ দলের জয়ের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমি ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সফররত ইংল্যান্ড ক্রিকেট দলকে দ্বিতীয় টেস্টে ১০৮ রানে পরাজিত করে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসএম/এমএ