নেত্রকোনা: পদোন্নতি ও চাকরির মেয়াদ পাঁচ বছর রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নেত্রকোনার সহকারী উপ-খাদ্য পরিদর্শকরা।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে খাদ্য ভবনের সামনে এ সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, সরকারের অন্যান্য নিয়োগবিধিতে দ্বিতীয় শ্রেণির গেজেডেট পদ থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরিতে পদোন্নতির মেয়াদকাল পাঁচ বছর। সে বিবেচনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদে পদোন্নতির মেয়াদ ১০ বছরের সিদ্ধান্ত বাতিল করে পাঁচবছরে আনতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. হাসান তারিকুর রহমান বলেন, দাবি পূরণ না হলে আমরা মঙ্গলবার (০৬ নভেম্বর) সকাল থেকে কালো ব্যাচ ধারণ করে নিয়মতান্ত্রিক আন্দোলন করবো।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/এসআই