ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনার সহকারী উপ-খাদ্য পরিদর্শকদের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
নেত্রকোনার সহকারী উপ-খাদ্য পরিদর্শকদের বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা: পদোন্নতি ও চাকরির মেয়াদ পাঁচ বছর রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নেত্রকোনার সহকারী উপ-খাদ্য পরিদর্শকরা।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে খাদ্য ভবনের সামনে এ সমাবেশ হয়।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহরাব হোসেনের কাছে বাংলাদেশ খাদ্য  পরিদর্শক সমিতির নেত্রকোনা জেলা ইউনিটের সভাপতি এস এম সালাহ্ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মুর্শিদ রাসেল স্বাক্ষরিত পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, সরকারের অন্যান্য নিয়োগবিধিতে দ্বিতীয় শ্রেণির গেজেডেট পদ থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরিতে পদোন্নতির মেয়াদকাল পাঁচ বছর। সে বিবেচনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদে পদোন্নতির মেয়াদ ১০ বছরের সিদ্ধান্ত বাতিল করে পাঁচবছরে আনতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. হাসান তারিকুর রহমান বলেন, দাবি পূরণ না হলে আমরা মঙ্গলবার (০৬ নভেম্বর) সকাল থেকে কালো ব্যাচ ধারণ করে নিয়মতান্ত্রিক আন্দোলন করবো।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।