ঢাকা: ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক আবু তাহেরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে দুদকের কুমিল্লা অফিসের সহকারী পরিচালক নুরুল হুদা তাকে গ্রেফতার করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক তাহের ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষক কর্মকর্তা থাকাকালে সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে পেনশনারদের নামে ভুয়া ও অতিরিক্ত বিলের মাধ্যমে সরকারি ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন।
এই অভিযোগে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করে দুদক।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
টিএইচ/আরআইএস/এটি