ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে টহলরত বিজিবি দল। এসময় কাউকে আটক করা যায়নি।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরাধর কলোনি এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পিচ্ছি দুলাল (১৯), মো. মনির (২০), মো. আনারুল (২৬) ও মো. রাকিব (১৮) পালিয়ে যায়।
এ ঘটনায় হরিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিএসকে/আরএ