ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দীপাবলী উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
দীপাবলী উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বেনাপোল (যশোর): হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলী উপলক্ষে বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপরদিকে, বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড (শুন্য রেখা) দিয়ে একে অপরের মধ্যে এই মিষ্টি বিনিময় হয়।

২৬ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দীপাবলী উপলক্ষে তাদের বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তাদের পক্ষ থেকে ভারতের ৬৪ ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে এই মিষ্টি পাঠানো হয়েছে। পাশাপাশি বিএসএফও তাদের জন্য মিষ্টি উপহার দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছে।

এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সৌহার্দপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরো বাড়বে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএইচ/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।