ঢাকা: টেস্ট ম্যাচ ক্রিকেটে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে জয়লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ঐতিহাসিক এ জয়ে ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানান।
এছাড়া অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসএম/এএটি/এসএনএস