ফেনী: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ফেনীর মডার্ন সেন্ট্রাল হাসপাতাল সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হক উপস্থিত হয়ে হাসপাতালটি সিলগালা করে দেন।
গত ২৬ অক্টোবর রাতে ওই হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সোনিয়া। সেখানে তিনি মৃত সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।
ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিচার দাবিতে সকালে মানববন্ধন করেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের কাছে স্মারকলিপি জমা দেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর