ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে জাল সনদ তৈরির সরঞ্জামসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সাভারে জাল সনদ তৈরির সরঞ্জামসহ আটক ২

সাভার, ঢাকা: সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে আয়করের জাল সনদ তৈরির সিল ও বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গেন্ডার রাজাবাড়ি এলাকায় ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

এসময় প্রতিষ্ঠানটি থেকে জাল সনদ তেরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার ও বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ব্যবহৃত ২৯টি সিল ও জাল সনদ উদ্ধার করা হয়।  

পরে সেখান থেকে মিজানুর রহমান ও সোহেল মিয়া নামে দুই ব্যক্তিকে আটক এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং জাল সনদ তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
    
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।