ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টা, স্কুলের নৈশপ্রহরী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টা, স্কুলের নৈশপ্রহরী আটক

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নৈশপ্রহরী আব্দুর রউফ মিয়াকে (৩৫) আটক করে পুলিশ।

অভিযুক্ত আব্দুর রউফ মিয়া ছান্দিয়াপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে ও ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী।

এদিকে, রাত ৮টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আব্দুর রউফ মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।
 
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্কুল ছুটির পর শিশুটিকে একা পেয়ে নৈশ্যপ্রহরী রউফ তাকে ফুঁসলিয়ে স্কুলের ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় রউফ।

এ সময় শিশুটির চিৎকারে রউফ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়।

ওসি আরো জানান, সোমবার সকালে আদালতের মাধ্যমে রউফকে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।