ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩০ অক্টোবর) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ খেলায় রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় লাল-সবুজের টাইগার বাহিনী। এ জয়ের ফলে সিরিজে ১-১ সমতা হয়। ট্রফি ভাগাভাগি করে বাংলাদেশ ও ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমইউএম/এইচএ/