ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আঞ্চলিক কমান্ডার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আঞ্চলিক কমান্ডার নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার কবুরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর কবুরহাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।  

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, রাতে শহরতলীর কবুহাটের সোবাহান শেখের ধানের চাতালের পেছনে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি ছুড়তে থাকে।

একপর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় তারা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা। তিনি কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক ডা. সানোয়ার হত্যা মামলার অন্যতম আসামি।

গত ২০ মে শহরের মজমপুর থেকে দাতব্য চিকিৎসালয়ে যাওয়ার পথে বালিয়াশিশা মাঠে দুর্বৃত্তদের হাতে খুন হন সানোয়ার।  

পুলিশের দাবি বন্দুকযুদ্ধে উপ পরিদর্শক (এসআই) হালিম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) রশিদ ও আনোয়ারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত কুলু মোল্লা শহরতলীর খাজানগর এলাকার বাসিন্দা।

এদিকে সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইনে এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।