রাজশাহী: রাজশাহীর জামালপুর তাঁতপাড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লালা মিয়ার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি।
নিহত কিশোর মহানগরীর মেহেরচণ্ডী চকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। আটক তিনজনের বাড়িও একই এলাকায়।
আটকরা হলেন- রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও মোহাম্মদ শাহীন (২০)। বর্তমানে তাদের বোয়ালিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, নিহত লালা আটকদের বন্ধু ছিল। রোববার রাতে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা সবাই একসঙ্গে মদপান করেন। এরপর সিহাব, সিয়াম ও শাহীন লালার পিঠে ছুরি দিয়ে অন্তত পাঁচটি আঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহাদত হোসেন আরো বলেন, ঘটনার খবর পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে নিহত ওই কিশোরের তিন বন্ধুকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন।
নিহতের মরদেহের ময়নাতদন্ত চলছে। এছাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরের মধ্যেই আটকদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/এএটি/বিএস