ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে পিস্তল, গুলি ও অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
চারঘাটে পিস্তল, গুলি ও অস্ত্রসহ যুবক আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাটের ভাটপাড়া এলাকার একটি আখ খেত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ মোজাফ্ফর হোসেন ওরফে মজা নামের এক যুবককে আটক করা হয়েছে।  

আটক মজা ওই গ্রামের আজিজুল হকের ছেলে এবং চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, সোমবার ভোরে উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার একটি আখ খেতের মধ্য থেকে তাকে আটক করা হয়।

ওসি বলেন, আখ খেতের মধ্যে টিনের চালা তৈরি করে আত্মগোপন করেছিল মজা। আটকের পর তার কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।  

মজা একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী মজাই ভাটপাড়া ভোটকেন্দ্রে অস্ত্র উঁচিয়ে ভোটদানে বাধা প্রদানের চেষ্টা করেছিল। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।  

মজার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।